Social Icons

Pages

Monday, December 30, 2013

FotoMix এর Portable ভার্সন দিয়ে ছবিকে দিন অন্যরকম লুক! উপভোগ করুন ফটোশপ ছাড়াই ভালো ফটো ডিজাইন করার মজা!


এডিটিং করে একটি ভালো ছবি তৈরি করতে কে না চায়? কিন্তু ফটোশপে অপারদর্শিতার দরুন আমরা ইচ্ছা থাকা সত্বেও পারিনা ভালো ফটো ডিজাইন করতে।
FotoMix এর Portable ‍ভার্সন ব্যবহার করে আপনি পারবেন ভালো একটি ডিজাইন করতে। এক্ষেত্রে আপনাকে ভালো ফটোশপ জানাতো দূরের কথা ফটোশপ না চিনলেও হবে। তবে হ্যা প্রফেশনাল ডিজাইনারদের জন্য ফটোশপের বিকল্প শধুমাত্র ফটোশপই। ফটোশপে বিভিন্ন ধরনে ইফেক্ট দেওয়া অনেকের জন্য কঠিক হয়ে পড়ে। কিন্তু FotoMix এ আপনি কিছু কিছু মজার ইফেক্ট খুব ভালো ভাবেই দিতে পারবেন। এই যেমন ধরে টেক্সট ইফেক্ট, বিভিন্ন থরনের ফটো ইফিক্ট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ছবিকে নির্দিষ্ট সাইজে তৈরি করা, রোট করা প্রভূতি সহ আরোও অনেক ধরনের বড় বড় কাজ আপনি এই ছোট সফটওয়্যার FotoMix দিয়েই করত পারবেন! ইনশআল্লাহ।

তবে সবচেয়ে মজার কথা হল এটি Portable . যার ফলে আপনার কম্পিউটারে সেট আপের কোন প্রয়োজন নেই। আপনি শধু ডাউনলোড করে জিপ ফোল্ডার এক্সট্রাক্ট করে নিন। আর FotoMix এর ডাবল ক্লিক করে ওপেন করুন। ব্যাস এটুকুই যথেষ্ট। ভিতরের ইন্টার ফেসগুলো একটু চেষ্ট করে 10/15 মিনিট গুতা গুতি করলেই আশা করি ইনশআল্লাহ পেরে যাবেন।
আর ডাউনলোডের ক্ষেত্রে মজার বিষয় হল FotoMix সফটওয়্যারটি মাত্র 2 মেগাবাইটের মত ওজন।
ডাউনলোড করুন এখান থেকে

No comments :

Post a Comment