Social Icons

Pages

Saturday, December 14, 2013

আপনার computer কে বানিয়ে ফেলুন সুপার Spy, মাত্র ১MB সফটওয়্যার দিয়ে, কাজে লাগবেই!


আজকে আপনাদের কাছে যে সফটওয়্যাটি নিয়ে কথা বলব সেটার নাম Total Spy. আমরা বাঙালি আর আমাদের সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে আমরা সব ভাল জিনিশকেই খারাপ কাজে ব্যাবহার করতে পারি। তাই মূল পোস্ট শুরু করার আগে আমি বলতে চাই যে,
এই সফটওয়্যারটি কোন খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না, করলে তার জন্য আমি দায়ি থাকব না।
উপকারঃ

১) আপনার ভুলে যাওয়া পাসওয়া‌‌র্ড আপনি এই সফটওয়্যারের সাহায্যে ফিরে পেতে পারেন।
২) আপনি আপনার কীবোর্ডে যা-ই টাইপ করবেন তা এই সফটওয়্যার ষ্টোর করে রাখবে।
৩) নির্দিষ্ট সময় পর পর আপনার ডেক্সটপ এর স্ক্রীনশট নেবে।
৪) আপনি কি কি ওয়েবসাইট ভিসিট করছেন তার লিস্ট পাবেন ১ বছর পরেও (নতুন করে OS Setup না দিলে)।
নিচের স্ক্রীনশট দেখলে সফটওয়্যার এর কাজগুলো আরও ভালো করে বুঝতে পারবেন।

সফটওয়্যারটি চালো হওয়ার দিন থেকে বর্তমান পর্যন্ত যেকোনো তারিখ সিলেচক্ট করে নিচের "Recorded Keystrokes"/"Screen Shots"/Visited Websites" -এ ক্লিক করুন এবার দেখুন মজা!
এখন কথা হল সফটওয়্যারটি স্পাই হল কিভাবে...............
কিছু বিশেষ সুবিধার আছে যে কারনে সফটটি একটি আদর্শ স্পাই,
১) আপনাকে না জানিয়ে কীলগার রাখবে, আপনার ডেস্কটপের স্রীনশট নেবে।
২) আপনি আপনার ইচ্ছে মত হট-কী দিয়ে সফটওয়্যারটি হাইড করে রাখতে পারবেন।
৩) সফটওয়্যারটির ফাইল স্টার্ট মেনুতে দেখাবে না।
৪) আপনি ছাড়া অন্য কেউ Uninstall করতে পারবে না।
৫) সিস্টেম চালো হওয়ার সাথে সাথে সফটওয়্যারটি হিডেন মুডে চালো হবে, কেউ জানবে না যে সফটওয়্যারটি চালো আছে।
হট-কি ভুলে গেলে সফটওয়্যারটি ক্লোজ করার জন্য Task Manager থেকে Processes ট্যাবে যান, তারপর tsman.exe তে ক্লিক করে End Process এ ক্লিক করেন।
আপনার যদি সন্দেহ হয় যে কোন কম্পিউটারে এই Spying সফটওয়্যার থাকতে পারে তাহলেও Task Manager থেকে Processes ট্যাবে যান, তারপর tsman.exe খুঁজুন, থাকলে ক্লিক করে End Process -এ লাত্থি মারেন, কাহিনী খালাস। :D
Total Spy ফুল ভার্সন ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
Dropbox ডাউনলোড
4Shared ডাউনলোড
ইনস্টলের নিয়ম ফাইল এর সাথে দেয়া আছে।

No comments :

Post a Comment