Social Icons

Pages

Sunday, December 15, 2013

Computer Refresh করুন হাতের ছোঁয়া ছাড়া


কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন
  যাই হোক, আমি আজকে আপনাদের একটা ছোট টিপস শেখাব। টিপসটি হল কিভাবে সয়ংক্রিয়ভাবে রিফ্রেস করা যায়। এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না।
এজন্য আপনাকে যা করতে হবে:
নিচের প্রোগ্রাম টি একটি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr5.reg নামে ।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update]
"UpdateMode"=dword:00000000
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"NoNetCrawling"=dword:00000000
এবার সেভ করা প্রোগ্রাম টি ডাবল ক্লিক করুন। yes+ok চাপুন। কম্পিউটার restart দিন ১ বার
ব্যাস, এরপর আর আপনাকে কষ্ট করে কম্পিউটার refresh করতে হবে না।

No comments :

Post a Comment