Social Icons

Pages

Saturday, December 14, 2013

এবার গুগল নিয়ে এল তারহীন চার্জার

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার তারহীন চার্জার বাজারে নিয়ে এসেছে। ৯ ওয়াট ও ১ দশমিক ৮ অ্যাম্পিয়ার এ/সি চার্জারটিতে যুক্ত করা হয়েছে মাইক্রো ইউএসবি কেব্ল। বিশেষ এ চার্জার বর্তমানে নেক্সাস ৪, ৫ ও ৭ স্মার্টফোনের জন্য বাজারে ছাড়া হয়েছে। শুরুতেই নেক্সাসের এ যন্ত্রগুলোর জন্য তৈরি বিশেষ এ চার্জার যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা পাবেন। চার্জারটি অনলাইনেও কেনা যাবে। তারহীন চার্জারটির সাহায্যে ব্যবহারকারীরা চাইলে কোনো ধরনের প্লাগ স্মার্টফোন কিংবা ট্যাবলেটে না লাগিয়েই নিজের যন্ত্রটি চার্জ করতে পারবেন।
528fb4d22e7da-133251121google-wireless-charger
আকারে বেশ ছোট চার্জারটির দাম রাখা হয়েছে ৪৯ দশমিক ৯৯ ডলার।
গুগলের এমন বিশেষ চার্জারটি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দারুণ এক সুখবর বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিশেষ করে প্রখ্যাত সব প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের সেরা সব স্মার্টফোন যখন চার্জ সমস্যায় ভুগছে, তখনই গুগলের এমন পণ্য বাজারে এল। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে এক ধাপ এগিয়ে গেল গুগল। শুরুতেই নিজেদের নেক্সাস সিরিজের যন্ত্রের জন্য বাজারে এ বিশেষ চার্জার নিয়ে এলেও অন্যান্য স্মার্টফোনের জন্য এমন চার্জার বাজারে আসবে কি না, এ বিষয়ে কিছু জানায়নি গুগল। তবে সত্যিকার অর্থেই যদি অন্যান্য স্মার্টফোনের জন্য এমন চার্জার বাজারে আনা যায়, সেটি দারুণ এক ব্যাপার হবে বলে মনে করছেন স্মার্টফোন বাজার বিশেষজ্ঞরা।

No comments :

Post a Comment