Social Icons

Pages

Monday, December 30, 2013

আপনার অ্যান্ড্রয়েড কে বানিয়ে ফেলুন কি-বোর্ড বা মাউস


দৈনন্দিন জীবনে অ্যান্ড্রয়েড আমাদের অনেক কিছুই দিয়ে থাকে।কখনো বিনোদন আবার কখনো সোস্যাল নেটওয়ার্কিং।কিন্তু বর্তমানে এই অ্যান্ড্রয়েড কেই আমরা মাউস কিংবা কি-বর্ড হিসেবেও ব্যবহার করতে পারি।

এজন্য সবার প্রথমে এই Softwar টি ডাউনলোড করতে হবে।

  ডাউনলোড

ঠিক এরকম



তারপর Softwar টি স্বাভাবিক নিয়মে ইন্সটল করার পর পিসির সিস্টেম ট্রেতে একটি ছোট আইকন আসবে।



এবার প্লে স্টোর থেকে অ্যাপস্টি ডাউনলোড করে নিতে হবে।ডাউনলোড এর পর অ্যাপসটি চালু করতে হবে।




এবার আপনি নিশ্চিত হয়ে নিন আপনার উইন্ডোজ  পিসিটি যে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, আপনার আইফোনটিও তার সাথে যুক্ত আছে। যদি সেটা না হয় তবে নীচের ছবির মতো একটি error মেসেজ পাবেন।





 error না আসলে আপনার স্মার্টফোনটি আপনার উইন্ডোজ কম্পিউটার এর সাথে যুক্ত হয়ে যাবে।স্মার্টফোনে নীচের মতো কালো অংশ দেখতে পাবেন যেখানে আপনি আঙুল রেখে মাউসের কাজ করতে পারবেন। আঙুল দিয়ে নাড়াচাড়া করে নিশ্চিত হয়ে নিন কম্পিউটারের মাউস কার্সরটি নড়ছে কীনা।





 পাশেই সাদা রঙয়ের কীবোর্ড আইকনে ক্লিক করলে আইফোন দিয়েই পিসিতে লেখালেখি করতে পারবেন। পিসি থেকে আইফোনটি ডিস্কানেক্ট করতে পারবেন তীর চিহ্ন যুক্ত আইকনে ক্লিক করুন
disconnect-icon


বিঃদ্রঃঠিক একই ভাবেই আইফোনেও এই কাজ করা যাবে।

No comments :

Post a Comment