Social Icons

Pages

Wednesday, March 26, 2014

অ্যানড্রয়েডে DSLR ক্যামেরা

 
আমরা যারা অ্যানড্রয়েড ব্যাবহার করে থাকি, তারা মোবাইল দিয়েই বেশি ছবি তুলে থাকি। যারা একটু দামি মোবাইল ব্যাবহার করে তারা ক্যামেরাতে বেশি অপশন পেয়ে থাকে। যেমন- অটো ফোকাস, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মেটারিং ইত্যাদি। ছবির কোয়ালিটিও ভালো হয়। কিন্তু যারা একটু কম দামের মোবাইল ব্যাবহার করে তারা এতো অপশন পায় না।কিন্তু তাদের জন্যও রয়ছে সমস্যার সমাধান জাস্ট একটি মাত্র অ্যাপস।যার সাহায্যে স্মার্টফোনকে করতে পারবেন DSLR(Digital Single Lens Reflex)
এটি ব্যাবহার করে আপনি যেকোনো মোবাইল থেকেই DSLR ক্যামেরার সকল অপশন পেয়ে যাবেন, অটো ফোকাস, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মেটারিং ইত্যাদি। এটি আপনি প্লে স্টোরে “DSLR Camera Pro” নামে পাবেন। আমাদের দেখা অ্যানড্রয়েডের সেরা ক্যামেরা অ্যাপস এটি।
Converted_file_3106b711 Converted_file_3473a597 Converted_file_11412cd5 Converted_file_caecb6ab
প্লে-স্টোর লিঙ্ক- DSLR Camera Pro
ডাইরেক্ট লিঙ্ক- DSLR Camera Pro

এবার নামিয়ে ফেলুন আর ছবি তুলে সবাইকে তাক লাগিয়ে দেন। 

No comments :

Post a Comment