Social Icons

Pages

Sunday, March 16, 2014

ফেসবুকে ছবি কমেন্ট করার দিন শেষ, এবার করুন অডিও কমেন্ট!


আমরা কম-বেশি সবাই ফেসবুক ইউজ করি। কিছুদিন আগেই আমরা শুধু ফেসবুকে বন্ধুর দেওয়া পোস্টে শুধু ইমোটিকনস ব্যবহার করতাম, তারপর শুরু হলো ছবি কমেন্ট এখন আপনি চাইলে ফেসবুকে বন্ধুর দেওয়া পোস্টে আপনার নিজের কথাও কমেন্টে শেয়ার করতে পারবেন। এটা সচরাচার কম্পিউটার দিয়ে করা যাই না, মোবাইল দিয়ে করা যাই হয়তবা

আরেকটি কথা:
এটা দিয়ে শুধু অডিও কমেন্টস ই না আপনি চাইলে চ্যাট মেসেজেও আপনি আপনার কথাগুলো রেকর্ড করে তা আপনার বন্ধুর পারসোনাল মেসেজেও পাঠিয়ে দিতে পারবেন। এই কাজগুলো আপনি মোবাইল ছাড়া করতে পারতেন না কিন্তু, এই ট্রিকস অনুযায়ী কাজ করলে আপনি পিসি দিয়েও এই কাজগুলি করতে পারবেন। কি মজা ! তাই না।

এর জন্য আপনার যে উপকরন প্রয়োজন পড়বে:

১. একটি মাইক্রোফোন (সাধারন হলেও চলবে) মানে হেড ফেনের সাথে কথা রেকর্ড করার জন্য যেটি থাকে।
২. ব্রাউজারের জন্য ছোট্ট একটা অ্যাডঅন যা আপনি এখানে পাবেন। ( এই ফিচারটি আপনাকে উপভোগ করার জন্য অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারী হতে হবে ) কারন এই অ্যাডঅনটি অফিসিয়ালি ভাবে আর কোন ব্রাউজার এর জন্য প্রকাশ করা হয়নি।
আর আমি মনে করি, বেশির ভাগ মানুষই গুগল ক্রোম ব্যবহার করেন আর ফেসবুকের জন্য এটি একটি পারফেক্ট ব্রাউজার বলে আমার মনে হয়।

কাজের ধাপঃ

১. প্রথমে অ্যাডঅন্সটি আপনার ব্রাউজারে ইনস্টল করে নিন। তারপর ব্রাউজারটি কেটে দিয়ে আবার চালু করুন বা রিস্টার্ট করুন।
২. এরপর ফেসবুকে লগইন করুন। সব কাজ ঠিকঠাক করতে পারলে কমেন্টস আর চ্যাট এর সময় নিচের দেওয়া স্ক্রীনশর্ট এর মত পাবেন।

৩. যখন ভয়েস কমেন্ট/মেসেজ পাঠাবেন তখন উপরে লাল দাগ দিয়ে দেখানো প্লেসে ক্লিক করে ধরে থাকবেন ততক্ষন যতক্ষন পর্যন্ত আপনার বার্তাটি না শেষ হচ্ছ। মনে রাখবেন, আপনি ওখানে একটি ক্লিক করে কাজ করতে চাইলে হবে না।
তাহলে আমার কাজ তো শেষ এবার আপনাদের কাজ চালু করুন আর চমকে দিন আপনার বন্ধুকে। :) সবাই ভালো থাকবেন। কোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন।

No comments :

Post a Comment