Social Icons

Pages

Wednesday, March 19, 2014

এসেছে ৮ গিগাবাইটের আইফোন ৫সি

আইফোন ৫সি 

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের আইফোনের ৫সি মডেল বাজারে এসেছিল গত বছর। তবে শুরুতে এ মডেলের ১৬ ও ৩২ গিগাবাইট সংস্করণ বাজারে আনা হয়েছিল। দাম ছিল যথাক্রমে ৭৭৯ ও ৯১২ ডলার। তবে এবার একই সুবিধার আইফোন ৫সি ৮ গিগাবাইটের মডেলে এসেছে, যা পাওয়া যাবে ৬৭৯ ডলারে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন সংস্করণের স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন, ৮ গিগাবাইটের ৫সি আইফোনটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, চীনে গতকাল থেকেই পাওয়া যাচ্ছে।
গত বছর ৫এস মডেলের সঙ্গে ৫সি বাজারে এলেও তেমন সাড়া জাগাতে পারেনি। যদিও অ্যাপল গত বছরের শেষ তিন মাসে প্রায় পাঁচ কোটি এক লাখ আইফোন বিক্রি করেছে। কম দামে কীভাবে আরও ব্যবহারকারীদের হাতে আইফোন পৌঁছানো যায়, সে চিন্তা থেকেই আইফোন ৫সি মডেলের ৮ গিগাবাইট সংস্করণ আনা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আইফোনের পরবর্তী সংস্করণ আসছে বলে নানা ধরনের খবর প্রকাশ শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই অ্যাপল-প্রেমীরা নতুন আইফোনের দেখা পাবেন। পাশাপাশি চতুর্থ প্রজন্মের রেটিনা পর্দাসহ ৯.৭ ইঞ্চি আইপ্যাড-২ বাজারে আসছে শিগগিরই। স্মার্টফোনের বাজারে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন সুবিধা সব সময়ই দেওয়ার লড়াইয়ে ব্যস্ত স্মার্টফোন নির্মাতারা। আর এতে এগিয়ে থাকতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

No comments :

Post a Comment