Social Icons

Pages

Wednesday, March 19, 2014

পরিধেয় পণ্যের জন্য অ্যান্ড্রয়েড

পরিধেয় পণ্যপ্রযুক্তিতে ব্যবহারের জন্য সফটওয়্যার ডেভলপমেন্ট কিট বাজারে ছেড়েছে ওয়েব জায়ান্ট গুগল। এর ফলে নির্মাতারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক ফিটনেস ট্র্যাকার বা স্মার্টওয়াচের মতো পরিধেয় পণ্য তৈরি করতে পারবেন।

এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচে গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছিল। তবে তাঁরা সফল হতে পারেনি, ফলে গ্যালাক্সি গিয়ার ২ তৈরির সময় এই অপারেটিং সিস্টেম থেকে সরে এসেছে স্যামসাং। এখন আর সেই সমস্যা থাকলো না।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকে জন ডিলানি জানান, গুগল পরিধেয় প্রযুক্তিপণ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং নির্মাতারাও যাতে এতে গুরুত্ব দিতে পারে সে বিষয়টিতে এখন জোর দিচ্ছে।
গুগল ইউটিউব এ একটি ভিডিও ও ছেড়েছে- দেখাতে কিভাবে এটি কাজ করে।

No comments :

Post a Comment