Social Icons

Pages

Tuesday, March 18, 2014

স্মার্টওয়াচ কি? কেন দরকার?

1781272_1419530378285333_147273562_o[1] 
আপনারা অনেকেই হয়তো স্মার্টওয়াচ শব্দটি শুনে থাকবেন। স্যামসাঙ গ্যালাক্সি গিয়ার বা সনি স্মার্ট ওয়াচ। আসুন আরো কিছু জানি আজ এই ডিভাইস সম্পর্কে। স্মার্টওয়াচ কি?
স্মার্টওয়াচ হচ্ছে ঘড়ির মতো পরিধানযোগ্য, কম্পিউরাইজড ডিভাইস; যেটাতে আপনি সময় দেখা ছাড়াও আরো কিছু এডভান্স কাজ করতে পারবেন। এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে। গত দশকের শুরুর দিকে যেগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও থাকছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা।

 
আপনার স্মার্টফোনের সাথে স্মার্টওয়াচ কানেক্ট পরার পর স্মার্টফোনের যাবতীয় ফোন কল, ইমেল, টেক্সট ম্যাসেজ, ফেসবুক ম্যাসেজ, টুইটার ফিড, আবহাওয়ার পূর্বাভাষসহ অনেক কিছুই আপনি ফোনটি বের না করেই ঘড়ির দিকে তাকিয়েই দেখতে পারবেন। এগুলোতে ভাইব্রেশন অ্যালার্টের ব্যবস্থাও রয়েছে। ফলে এলার্ট গুলো বুঝতে সহজ হয়।
সুবিধা হচ্ছে, এটি স্মার্টফোনের মতো বড় নয়। ফলে অফিসের মিটিংয়ে বা যেসব আলোচনায় বসে স্মার্টফোনের দিকে নজর রাখাটা অশোভন মনে হয়, সেসব জায়গায় বসেও দিব্যি ফোনটির দিকে নজর রাখা যায়।
ব্যাক্তিগতভাবে আমার ধারনা স্মার্টওয়াচ বাজারে এখন খুব বেশি প্রচলিত না হলেও, দিনকে দিন এটি ফোন মার্কেটে একদিন শক্তিশালী অবস্থান নেবে। আপনার কি মতামত?
 

No comments :

Post a Comment