প্রথমবার গ্রামীণফোন এ বন্ধ সিম এর জন্য ১ GB দিল ৯ টাকা দিয়ে।সেটা শেষ হতে না হতেই GP থেকে আমার ১ জিবি দিল কিন্তু এইবার আর ৯ টাকা না,২০ টাকা !! আর এইবার তা কমে ৫০০MB তে নেমে গেল আর তার জন্য দিতে হবে ১০ টাকা !! বারবার লোভ দেখিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে।(আমার মনে হয়) :-? তাও অনেকের জন্য "নাই মামার চেয়ে কানা মামা ভাল।"
"Super Internet Offer!! Enjoy 500MB 3G Internet for 15 days at 10 tk! To get offer just dial *999*2# by 31 Jan 2014."
৩১ জানুয়ারীর পর এই অফার পাবেন না।এই অফার সবার জন্য নয়।১২ টাকা রেখে আপনি এই প্যাকেজ এর জন্য Request করবেন। কারও না হলে বুঝবেন এই অফারটা আপনার জন্য না। বিশেষত “Thank you for requesting. This request is valid for first time registration only.” এই ধরনের কিছু রিপ্লাই পেলে আপনি অফারটা পাবেন না।
♦ এই Message টা যারা পাবেন তারা তো পাবেনই আর যারা এই Message টা পাবেন না তারা এই সুযোগ পাওয়া বা না পাওয়ার সম্ভাবনা ৫০/৫০
♦ আপনি জিপি অফার এর আওতায় আছেন কিনা সেটা Check করার কোন Option জিপি রাখেনি।তাই সবাইকে একবার করে চেষ্টা করতে অনুরোধ করব।
No comments :
Post a Comment