এই এ্যাপ্লিকেশনের কাজ মূলত ঢাকার কোথায় , কখন কি ধরনের অপরাধ হয়েছে তা
আপনাকে গুগল ম্যাপ এর সাহায্যে দেখানো। যার ফলে, আপনি আপনার আশেপাশে ঘটে
যাওয়া অপরাধ সম্পর্কে জানতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন। এ্যাপটি ম্যাপ
এর ডাটা দেখানোর জন্যে গুগল ম্যাপ ব্যাবহার করে এবং অপরাধ এর ইনফরমেশন
দেখানোর জন্যে DMP এর ওয়েবসাইটে থাকা অপরাধ সংক্রান্ত ইনফরমেশন ব্যাবহার
করে। নতুন মাস বা বছরের জন্যে DMP নতুন আপডেট দিলে এ্যাপ্লিকেশনেও নতুন
ইনফরমেশন যোগ করা হবে।
এ্যাপটির কিছু স্ক্রিনশট দেয়া হল


এ্যাপটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে
এ্যাপটি চাইলে Firefox OS ব্যাবহারকারীরাও ব্যাবহার করতে পারবে। লিঙ্ক এখানে।
এ্যাপটির কিছু স্ক্রিনশট দেয়া হল
এ্যাপটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে
এ্যাপটি চাইলে Firefox OS ব্যাবহারকারীরাও ব্যাবহার করতে পারবে। লিঙ্ক এখানে।
No comments :
Post a Comment