গত বছর ৫এস মডেলের সঙ্গে ৫সি বাজারে এলেও তেমন সাড়া জাগাতে পারেনি। যদিও অ্যাপল গত বছরের শেষ তিন মাসে প্রায় পাঁচ কোটি এক লাখ আইফোন বিক্রি করেছে। কম দামে কীভাবে আরও ব্যবহারকারীদের হাতে আইফোন পৌঁছানো যায়, সে চিন্তা থেকেই আইফোন ৫সি মডেলের ৮ গিগাবাইট সংস্করণ আনা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আইফোনের পরবর্তী সংস্করণ আসছে বলে নানা ধরনের খবর প্রকাশ শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই অ্যাপল-প্রেমীরা নতুন আইফোনের দেখা পাবেন। পাশাপাশি চতুর্থ প্রজন্মের রেটিনা পর্দাসহ ৯.৭ ইঞ্চি আইপ্যাড-২ বাজারে আসছে শিগগিরই। স্মার্টফোনের বাজারে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন সুবিধা সব সময়ই দেওয়ার লড়াইয়ে ব্যস্ত স্মার্টফোন নির্মাতারা। আর এতে এগিয়ে থাকতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Wednesday, March 19, 2014
এসেছে ৮ গিগাবাইটের আইফোন ৫সি
গত বছর ৫এস মডেলের সঙ্গে ৫সি বাজারে এলেও তেমন সাড়া জাগাতে পারেনি। যদিও অ্যাপল গত বছরের শেষ তিন মাসে প্রায় পাঁচ কোটি এক লাখ আইফোন বিক্রি করেছে। কম দামে কীভাবে আরও ব্যবহারকারীদের হাতে আইফোন পৌঁছানো যায়, সে চিন্তা থেকেই আইফোন ৫সি মডেলের ৮ গিগাবাইট সংস্করণ আনা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আইফোনের পরবর্তী সংস্করণ আসছে বলে নানা ধরনের খবর প্রকাশ শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই অ্যাপল-প্রেমীরা নতুন আইফোনের দেখা পাবেন। পাশাপাশি চতুর্থ প্রজন্মের রেটিনা পর্দাসহ ৯.৭ ইঞ্চি আইপ্যাড-২ বাজারে আসছে শিগগিরই। স্মার্টফোনের বাজারে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন সুবিধা সব সময়ই দেওয়ার লড়াইয়ে ব্যস্ত স্মার্টফোন নির্মাতারা। আর এতে এগিয়ে থাকতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment